সাংবাদিক বশীর আহমেদ আর নেই
কিশোরগঞ্জের ভৈরবের প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ (৭৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে অসুস্থাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বশীর আহমেদ ভৈরবপুর দক্ষিণপাড়া হাজি নূর মোহাম্মদ ব্যাপারী বাড়ির হাজি ইব্রাহিম মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ রোববার (৯ এপ্রিল) জোহরের নামাজের পর ভৈরব সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হয়।
প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ পাকিস্তান আমলে সংবাদ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সুদীর্ঘ প্রায় ৫০ বছর এ পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভৈরব প্রেসক্লাব থেকে প্রকাশিত ‘গ্রাম বাংলা’ নামের একটি পত্রিকার প্রকাশক ছিলেন বশীর আহমেদ। ১৯৬৮ সালে ভৈরব প্রেসক্লাব প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করেন তিনি। তিনি প্রায় ৩৫ বছর ভৈরব প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ভৈরব প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতি, ভৈরব শাখা গঠনে জোরালো ভূমিকা পালন করেন। সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেন সংগঠনটির। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটি কাজের সফলতায় ভৈরব শাখাকে একাধিকবার পুরস্কৃত করেছে। দীর্ঘদিন এ সংস্থার দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ভৈরব শাখায় দীর্ঘদিন কাজ করে পেশাগত উৎকর্ষতা সাধন করেন তিনি। দুর্নীতি দমন কমিশনের সদস্য হয়ে ভৈরবে বেশ কবছর কাজ করেছেন। ভৈরবের শিক্ষা উন্নয়ন পরিষদের দায়িত্বও পালন করেন তিনি। জিল্লুর রহমান মহিলা কলেজের তিনি প্রতিষ্ঠাতা সদস্য। এ ছাড়া তিনি ভৈরব হাজী আসমত কলেজের শিক্ষানুরাগী সদস্য। ভৈরব ওস্তাদ ইসরাইল খান সঙ্গীত নিকেতনের উপদেষ্টা সদস্য, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন তিনি। বর্তমানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বশীর আহমেদের স্ত্রী তাসলিমা বেগম একজন শিক্ষিকা। তাঁর একমাত্র ছেলে ধীমান আহমেদ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আর একমাত্র মেয়ে নাফিসা নায়ার একজন চিকিৎসক।
বশীর আহমেদের মৃত্যুতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সাংবাদিক বশীর আহমেদের মৃত্যুতে ভৈরব প্রেসক্লাব, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ ভৈরবের সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।