সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রী খুন, স্বামী আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/05/24/satkhira-pic.jpg)
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামী শফিকুল ইসলাম শফি গাজীর হাতে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আশরাফুন্নেছা (৪২) নির্মমভাবে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোরের দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী (রাঙামাটি) গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বামী শফিকুল ইসলাম শফি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, নিহত আশরাফুন্নেছা শফির প্রথম স্ত্রী। সম্প্রতি শফি ফুলমতি নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এতে পারিবারিক কলহ দেখা দেয়। একপর্যায়ে শফি প্রথম স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার সময় জনগণ তাকে আটক করে।
দাম্পত্য জীবনে আশরাফুন্নেছা দুই ছেলে ও চার মেয়ের জননী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। স্বামী শফিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।