সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/18/saatkssiiraa.jpg)
সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (২৩) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।
কলারোয়ার যুগিবাড়ী পেট্রোল পাম্পের সামনে আজ বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেনের সদর উপজেলার রাজারবাগান এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি সাতক্ষীরা থেকে কলারোয়া অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ফুয়েল নেওয়ার জন্য হঠাৎ ডান সাইডে পেট্রোল পাম্পে মোড় নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন মারা যান। মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। আহত সামিউল হোসেন নামের আরেক ব্যক্তিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এটি পুলিশের হেফাজতে নেওয়া হবে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’