সাতক্ষীরায় ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
সাতক্ষীরায় ৭০ বোতল ফেনসিডিলসহ হালিমা খাতুন (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার মাঘুরালি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হালিমা খাতুন একই এলাকার শাহাদাৎ হোসেনের স্ত্রী।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার ঘোষ জানান, ‘গোপন খবরের ভিত্তিতে আজ সকালে মাঘুরালি এলাকায় অভিযান চালিয়ে হালিমা খাতুনকে ৭০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী শাহাদাৎ হোসেন পালিয়ে যায়।’
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনে হালিমা খাতুন ও তাঁর পলাতক স্বামীর বিরুদ্ধে শনিবার একটি মামলা করা হয়েছে। আসামিকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।’