সাতক্ষীরায় র্যাবের অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা, মাদকসহ গ্রেপ্তার ৪
সাতক্ষীরা শহরতলীতে অভিযান চলাকালে অস্ত্র ছিনতাই করার চেষ্টাকালে দুপক্ষের ধস্তাধস্তি ও মারামারির পর ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকার মঙ্গলবার সন্ধ্যায় র্যাব তাদের ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুই চোরাকারবারিকে ৪৪ বোতল ফেনসিডিলসহ গতকাল দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত এই দুই মাদক চোরাকারবারি হচ্ছেন শহরতলীর বাকাল শেখপাড়ার গোলাম মোস্তফা ও সোহেল হোসেন। এর আগে গতকাল সন্ধ্যায় র্যাব ৬-এর একটি বিশেষ টিম সাতক্ষীরার বাকালে ফেনসিডিল উদ্ধার অভিযান শুরু করে।
এ সময় দুই চোরাকারবারি গোলাম মোস্তফা ও সোহেল তাদের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় র্যাবের সঙ্গে ধস্তাধস্তি ও মারামারির এক পর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব-৬-এর সহকারী পরিদর্শক সিয়াম হোসেন সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হুসেন।
ওসি আরও জানান, পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ফেনসিডিলসহ সদর উপজেলার কুশখালি গ্রামের আজিজুল ইসলাম ও শাহীন নামের দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধেও থানায় মামলা হয়েছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা