স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/26/prdhaan-bicaarpti.jpg)
জাতীয় স্মৃতিসেৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ছবি: এনটিভি অনলাইন।
মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ রোববার (২৬ মার্চ) ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় শহীদদের স্মরণে নীরবতাও পালন করেন তিনি।
এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।