সয়াবিন তেলের দাম বেশি রাখায় দুই দোকানিকে জরিমানা
বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে দুই দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার কর্মকর্তারা।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা অভিযান চালিয়ে দোকানিদের এ দণ্ড দেওয়া হয় বলে জানান কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম। এ সময় জব্দ করা ৩৪ লিটার সয়াবিন তেল এতিমখানায় পাঠানো হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের দাম নিয়ে কারসাজি করছেন। কৃত্রিম সংকট দেখিয়ে মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিলেন—এমন অভিযোগে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজারে রফিক এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, বোতলের গায়ে লেখা ১৬৮ টাকা লিটার, দোকানি দাম মুছে ১৭৮ টাকায় বিক্রি করছিলেন।
এ সময় আরও ৩৪ লিটার সয়াবিন তেল খুঁজে বের করা হয়। যেগুলোতে গায়ের মূল্য মুছে বেশি লেখা ছিল। পরে রফিক এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ৩৪ লিটার তেল এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়। একই অপরাধে বাদশা মিয়া বাজারের শাহিন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।