হবিগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/15/habiganj_ashami.jpg)
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শেখ মমিন নামের স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ আসামির স্বজনদের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরই দক্ষিণ সাঙ্গর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে, দক্ষিণ সাঙ্গর গ্রামে পুলিশের অভিযানের খবর পেয়েই বেশির ভাগ পুরুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।
ছিনিয়ে নেওয়া আসামির নাম বুলবুল। তিনি দক্ষিণ সাঙ্গর গ্রামের বাসিন্দা।
পুলিশ বলছে, এ হামলার ঘটনায় বানিয়াচং থানার দুই উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বুধবার রাত ৮টার দিকে এসআই তোহা ও এসআই সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ সাঙ্গর গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানার আসামি বুলবুল মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামি বুলবুলকে গাড়িতে ওঠানোর সময় মক্রমপুর ইউপির সদস্য শেখ মমিনসহ বুলবুল মিয়ার স্বজনরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় এসআই তোহা, এসআই সোহেল রানা, কনস্টেবল সোহেল ও হাতিমুল আহত হন। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) শেখ মো. সেলিম জানান, ইউপি সদস্য শেখ মমিনের নেতৃত্বে আসামি বুলবুল মিয়ার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। হামলায় দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপরই এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।