হিলিতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
দিনাজপুর জেলার হিলিতে ভারতীয় ৪০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে পালপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে ফেনসিডিল পরিবহণে ব্যবহৃত অটোচার্জার ভ্যানটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বিশাপাড়া গ্রামের আজিজুর রহমান (৬০) ও একই গ্রামের জিয়াউর রহমান (৪৫)।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আজ মঙ্গলবার সকাল থেকে হিলিসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সকাল পৌনে ৮টার দিকে পালপাড়ার আনসার ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনের রাস্তা দিয়ে একটি অটোচার্জার ভ্যানে করে ফেনসিডিল পাচার হচ্ছিল। তখন ভ্যানে থাকা আজিজুর রহমান ও জিয়াউর রহমানকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা ফেনসিডিল পাচারের কথা স্বীকার করেন।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। দুপুরে আসামিদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।