হিলিতে বিনামূল্যে বিজিবির চিকিৎসাসেবা
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তবর্তী এলাকার গরীব, অসহায় ও শীতার্ত মানুষদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ তারিখ) সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় গোহাড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির উদ্যোগে বিনামূল্যে এ চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন—গোহাড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।
বিজিবি জানায়, ডা. আব্দুর ওয়াহাবের নেতৃত্বে বিজিবির একটি মেডিকেল টিম সীমান্তবর্তী এলাকার প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষকে এই চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এসময় জ্বর-সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ শীতকালীন নানা রোগের সেবা দেওয়া হয়। বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা নিতে পেরে খুশি হয়েছেন সীমান্তের এই মানুষেরা।