হেরোইন উদ্ধার : সোহেল রানার যাবজ্জীবন কারাদণ্ড
১৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মো. সোহেল রানা জীবন (৩২) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেকার আজ বুধবার (১৮ জানুয়ারি) এই আদেশ দেন।
এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিচারক আসামি মো. সোহেল রানার যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। আজ আসামি আদালতে হাজির ছিলেন। বিচারক আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’
পিপি আরও বলেন, ‘বিচারক রায়ে বলেছেন আসামির কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে এবং এই হেরোইন উদ্ধারের বিষয়টি প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে পেরেছে। তাই আসামি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, কিন্তু আসামির বিরুদ্ধে পূর্বে আর কোনো মামলা না থাকায় আসামিকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।’
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৩১ জানুয়ারি আসামির কাছ থেকে দারুসসালাম থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১৫০ গ্রাম লুজ হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা দায়ের করেন। মামলার পরে দারুসসালাম থানা পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপরে মামলাটি বিচারের জন্য এ আদালতে আসে।