১০ ডিসেম্বর আওয়ামী লীগের দখলে থাকবে রাজপথ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আওয়ামী লীগ রাজপথ কাউকে ছেড়ে দেয়নি। ১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে। ঐদিন বিএনপি-জামায়াতকে রাজপথে খুঁজে পাওয়া যাবে না।
বাণিজ্যমন্ত্রী আজ সোমবার রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। পীরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোজী রহমান, আব্দুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মো. মজনু মিয়া প্রমুখ।
বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয় আলোচনা এবং উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
এর আগে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক সুবিধাভোগীদের মাঝে চাদর, কম্বল, শিশুদের সোয়েটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। তিনি দেশের দুস্থ ও অসহায় মানুষ এবং দরিদ্রসীমার নিচে যারা বাস করেন, তাদের নিয়ে চিন্তা করেন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বয়স্কভাতা, বিধবা ভাতা, স্কুলের ছাত্রীদের উপবৃত্তি, রেশন কার্ড, টিসিবির মাধ্যমে সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, গর্ভবতী মহিলাদের জন্য ভাতাসহ দুস্থ ও অসহায় মানুষদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। এ সময় পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।