৩ লাখ টাকা আত্মসাৎ, কথিত জিনের বাদশা গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাটে কথিত জিনের বাদশা ইমরান হোসেন ওরফে ইমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার সিংড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম থেকে গ্রেপ্তারকৃত ইমরান হোসেন ইমনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সিংড়া ইউনিয়নের হায়দারনগর হাটপাড়া গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দেবীপুর গ্রামের কৃষক সাজ্জাদুল ইসলাম তার বন্ধু আবদুল হালিমের মাধ্যমে হোমিও চিকিৎসক ও কথিত জিনের বাদশা ইমরান হোসেনের সঙ্গে পরিচিত হন। হালিমের মাধ্যমে চিকিৎসার জন্য গত বছরের জুনে ইমরানের কাছে যান সাজ্জাদুল। ইমরান তাকে চিকিৎসা করার পর পাঁচ মাসেও রোগের উন্নতি হয়নি। এরপর সাজ্জাদুলের শরীরে জিনের আছর আছে বলে দাবি করেন ইমরান। জিনের আছর ছাড়িয়ে দিতে এবং জিন থেকে ধনসম্পদ উদ্ধার করে দেওয়ার কথা বলে সাজ্জাদুলের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেন ইমরান। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় মামলা করেন সাজ্জাদুল।
ভুক্তভোগী সাজ্জাদুল ইসলাম বলেন, ‘প্রতারক ইমরান হোসেনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মামলা করেছি। আমি এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘আসামি ইমরান হোসেনকে শনিবার রাতে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব। আজ রোববার (১২ মার্চ) দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।’