চট্টগ্রামে মা-মেয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সদরঘাটে মা ও মেয়ে হত্যা মামলার প্রধান আসামি বেলালকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার পর নগরীর সদরঘাট এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানভীর আরাফাত জানান, চট্টগ্রামের নালাপাড়া এলাকায় মা ও মেয়েকে হত্যার মামলায় বেলালকে প্রধান আসামি করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) মিলনায়তনে সাংবাদিকদের সামনে হাজির করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এডিসি।
গত ৭ মে চট্টগ্রামের নালাপাড়ায় নিজ বাসায় খুন হন মানাসিমা আক্তার ও মেয়ে রিয়া আক্তার। প্রাথমিকভাবে ডাকাতির পর মা ও মেয়েকে খুন করা হয়েছে বলে ধারণা করা হয়।