পাবনায় আগুন ধরিয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা
পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় দরজায় আগুন ধরিয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বনগ্রাম শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির জানান, গতকাল দিবাগত রাতে ১০-১২ জন ডাকাতের একটি দল ব্যাংকের পেছনের দরজায় আগুন ধরিয়ে দেয়। ব্যাংকের নিরাপত্তাকর্মী সুরুজ আলী সেই সময় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজায় আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি ডাকাত বলে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। তবে ডাকাতরা ব্যাংকের কোনো টাকা-পয়সা ও মালামাল নিতে পারেনি।
ব্যাংকের ব্যবস্থাপক আরো জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করবেন তাঁরা।
ঘটনা সম্পর্কে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন। তবে এটি ডাকাতি নয়, নিছক চুরির চেষ্টা।