চান্দিনায় পেট্রলবোমা হামলায় গ্রেপ্তার ৭
কুমিল্লার চান্দিনায় পেট্রলবোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত চান্দিনা ও দেবীদ্বার উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সবাই জামায়াতে ইসলামীর নেতাকর্মী।
urgentPhoto
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জামায়াতের চান্দিনা উপজেলার আমির মাওলানা আবুল বাসার (৬০), দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম (৪৩), চান্দিনা উপজেলার করতলা গ্রামের মহিব উল্লাহ (৫২), তাঁর ভাই ওবায়েদ উল্লাহ (৪৭), ভাকসার গ্রামের ফারুক হোসেন (২৫), নোয়াখালী জেলার সুধারাম উপজেলার রাজ্জাক হোসেন (৩৫) ও চান্দিনা উপজেলার জামিরাপাড়া গ্রামের নয়ন (৩৫)।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, গতকাল রাতে র্যাব, পুলিশ ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাতজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, পেট্রলবোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ১৪ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরো ২০ জনকে আসামি করে মামলা করেছে।