গাইবান্ধায় স্কুল ‘পুড়িয়ে দিল দুর্বৃত্তরা’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/27/photo-1485531187.jpg)
কান্নায় ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের কুন্দের পাড়ায় গণ-উন্নয়ন একাডেমি হাই স্কুলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে স্কুলের সাতটি শ্রেণিকক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে।
কামারজানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম জানান, বালুচরে কোনো স্কুল ছিল না। বালুচরে শিক্ষাব্যবস্থা নিয়ে কেউ এগিয়ে আসেনি। চারদিকে পানি আর বালু ছিল। সেই বালুচরে স্কুল প্রতিষ্ঠা করা হয়। আর এই স্কুল পুড়িয়ে দেওয়ার ফলে চরাঞ্চলের ৬০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। আগামী ২ ফেব্রুয়ারি দুই শতাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।