গাইবান্ধায় স্কুলে আগুন, রঞ্জু ৩ দিনের রিমান্ডে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/31/photo-1485865747.jpg)
গাইবান্ধার সদর উপজেলার কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমিতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রঞ্জু মিয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গ্রাম থেকে রঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ওই গ্রামে।
২৬ জানুয়ারি রাতে গণ-উন্নয়ন একাডেমিতে অগ্নিকাণ্ড ঘটে। এতে বিদ্যালয়ের অফিস কক্ষসহ সাতটি শ্রেণিকক্ষ পুড়ে যায়। এ ছাড়া আগুনে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র, নিবন্ধনপত্র, আসবাবপত্র, শিক্ষা সরঞ্জাম ও অফিস কক্ষের আলমারিতে রাখা ১২ বছরের অন্তত ২০ হাজার স্কুল সার্টিফিকেট ও নম্বরপত্র পুড়ে যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি নাশকতার মামলা করেন গত ২৮ জানুয়ারি। ওই মামলায় রঞ্জুকে গ্রেপ্তার করা হয়।