‘ঘুষ গ্রহণকারী’ ধরার পর হামলার কবলে দুদক দল

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুষসহ এক কর্মকর্তাকে গ্রেপ্তারের পর হামলার মুখে পড়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল। এ সময় সহকর্মীরা ওই কর্মকর্তাকে ছিনিয়ে নেন। জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের হামলায় দুদকের দুই কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন দুদক সিলেট অঞ্চলের উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর, রঞ্জিত কুমার কর্মকার, পুলিশের কনস্টেবল মেছবাহ উদ্দিন চৌধুরী ও দুদকের গাড়িচালক বিপ্লব।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে অফিস সহকারী আজিজুর রহমানকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।
‘গ্রেপ্তারের পর আজিজুরকে নিয়ে যাওয়ার সময় কার্যালয়ের অন্য কর্মচারীরা দুদকের দলকে বাধা দেন। একপর্যায়ে আজিজুর রহমানকে ছিনিয়ে নেন কর্মচারীরা।’
পড়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আজিজুর রহমান অসুস্থ হলে তাঁকে হাসপাতালে পাঠিয়ে দেন জেলা প্রশাসক।
৭টার দিকে অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একদল পুলিশ জেলা প্রশাসনের কার্যালয় থেকে দুদক পরিচালক শিরিন পারভিনসহ অন্য কর্মকর্তাদের উদ্ধার করে নিয়ে যায় বলে জানান অতিরিক্ত কমিশনার।