দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী ইমরানের বিরুদ্ধে মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং সিলেট-৪ আসনে সাবেক সংসদ সদস্য ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ইমরান আহমেদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।
আক্তার হোসেন জানান, সাবেক এই মন্ত্রী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসম্পূর্ণভাবে ৯০ লাখ ৬৭ হাজার ৪৯৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তার প্রতিষ্ঠানসমূহের নামে পরিচালিত ৫টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২১ অক্টোবর সাবেক মন্ত্রী ইমরান আহমদকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সিলেট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরের বছর তাকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়।