পাচারের সময় ৭ কিশোর উদ্ধার
ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার পথে ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে সাত কিশোরকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় পাচারকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরদের উদ্ধার করা হয়। তাদেরকে বগুড়া জেলার তেঘরি গ্রাম থেকে ভারতের তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার তেঘরি গ্রাম থেকে সাত কিশোরকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের তামিলনাড়ুতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ সিআইডি পুলিশের একটি দল আরাপপুর বাসস্ট্যান্ডে বেনাপোলগামী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় তাদের সঙ্গে থাকা আয়ুব হোসেনকেও আটক করা হয়। তাঁর বাড়ি উপজেলার বেথুলি গ্রামে।
উদ্ধার কিশোররা হলো তেঘরি গ্রামের হাফিজুর (১৪), জহুরুল (১৪), মামুন (১৫), রনি আলী (১৮), রনি আহমেদ (১৪), আব্বাস আলী (১৪) ও রজব আলী (১৪)।