ভিক্ষুকমুক্ত জামালপুর গড়তে হবে : মির্জা আজম
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, যে কোনোভাবে জামালপুর থেকে দারিদ্র্য একেবারে দূর করতে হবে। দারিদ্র্যমুক্ত, ভিক্ষুকমুক্ত জামালপুর গড়তে হবে।
আজ শুক্রবার বিকেলে জামালপুর বৈশাখী মেলা মাঠে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে জামালপুরে অর্থনৈতিক জোনসহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পথে রয়েছে। জামালপুর অনেক এগিয়েছে। আরো এগোতে হবে।
মির্জা আজম বলেন, জেলাকে পুরোপুরি দারিদ্র্যমুক্ত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। এ জন্য তাঁদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম হীরা, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সৈয়দ আতিকুর রহমান ছানা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
এসএমই ফাউন্ডেশন আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্যমেলায় জামালপুর ছাড়াও ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা ও শেরপুর জেলা ক্ষুদ্র ও মাঝারি পণ্যের ৫০টি স্টল দেওয়া হয়েছে। মেলা চলবে ২ মার্চ পর্যন্ত। মেলায় নকশিকাঁথা, কাঁসা, বকশীগঞ্জের জামদানি, টাঙ্গাইলের শাড়ি, রাজশাহীর সিল্ক ছাড়াও জামালপুর জেলার ঐতিহ্যবাহী নকশি হস্তশিল্প পণ্য বিক্রি হচ্ছে।