বগুড়ায় শাস্তি, সারা দেশে ইন্টার্নদের কর্মবিরতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/04/photo-1488640550.jpg)
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারের দাবিতে সারা দেশের হাসপাতালগুলোতে কর্মবিরতি চলছে। আজ শনিবার সকাল থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে ৭২ ঘণ্টার কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাঁদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
গত ১৯ ফেব্রুয়ারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফ্যানের সুইচ বন্ধ করতে বলায় এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে অন্য ইন্টার্ন চিকিৎসরা মুমূর্ষু রোগীর সামনেই স্বজনদের মারপিট ও কান ধরে ওঠ-বস করান। এরপর রোগীর স্বজনদের বিরুদ্ধে অভিযোগ এনে হাসপাতালের গেট আটকে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ করে দেন।
২১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বাসিন্দা ওই রোগী মারা যান।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২ মার্চ চার ইন্টার্ন চিকিৎসকের পেশাগত সনদের কার্যকারিতা ছয় মাস স্থগিত করে মন্ত্রণালয়। তাঁরা হলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি এম এ আল মামুন, সহসভাপতি আশিকুজ্জামান আসিফ, সাবেক সহসভাপতি কুতুবউদ্দিন ও নূরজাহান বিনতে ইসলাম নাজ।
মন্ত্রণালয়ের ওই নির্দেশে উল্লেখ করা হয়, নূরজাহানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, আশিকুজ্জামানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কুতুবউদ্দিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপের বাকি অংশ সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে একই ধরনের অপরাধের দায়ে অভিযুক্ত হলে তাঁদের পেশাগত সনদ বাতিল করা হবে বলেও নির্দেশে উল্লেখ করা হয়।
ওই চারজনের স্থগিতাদেশ ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার সকাল থেকে টানা ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
আতিকুর রহমান সোহাগ, বগুড়া : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি চলার পাশাপাশি আজ দুপুরে হাসপাতালের বহির্বিভাগের সামনে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। তবে একে কর্মবিরতি বলতে চাননি খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাহবুবুল আলম। তিনি জানান, বেলা ১১টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা স্বেচ্ছায় অবসরে আছেন।
শ. ম সাজু, রাজশাহী : দুপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র আবু রায়হান বলেন, ওই চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মসূচি পালন করছেন। সারা দেশের যত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ আছে, সবগুলোতেই এ ধর্মঘট ডাকা হয়েছে।
আবু রায়হান আরো বলেন, বগুড়ার ঘটনার প্রতিবাদে আজ সকালে রামেকের সামনে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেন। এরপর দুপুর থেকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তাঁরা কর্মবিরতিতে গেছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন তাঁরা।
মো. ফারুক হোসেন, দিনাজপুর : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে আজ মেডিকেল কলেজের সামনে তাঁরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ কে এম মঈনুল হক, রংপুর : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। সকালে হাসপাতালের ফটকে মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা। এ সময় বক্তব্য দেন ডা. মো. ফারহান রহমান, ডা. মো. মাহফুজুল হকসহ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। বক্তারা অবিলম্বে ওই চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
মারুফ আহমেদ, সিলেট : সিলেটেও কর্মবিরতি পালন করছেন ওসমানী মেডিকেল কলেজসহ বেসরকারি তিন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বেসরকারি হাসপাতালের মধ্যে রয়েছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ।
সকাল থেকে তাঁরা কর্মবিরতি পালন করছেন। দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সড়কে মানববন্ধনে অংশ নেন ওসমানী মেডিকেল কলেজসহ বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় তাঁরা দ্রুত ওই চার চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক অন্তরদ্বীপ নন্দী বলেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।
এ বি এম ফজলুর রহমান, পাবনা : সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেলেও কর্মবিরতি পালন করা হয়েছে। এ সময় কলেজের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও সমাবেশ করেন। শহরের ধানবান্ধি এলাকায় হাসপাতাল চত্বরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আশরাফুল ইসলাম শুভ্রর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ডা. সুলতানা ইয়াসমিন, ডা. মামুনর রশিদ, ডা. কৃষ্ণ চন্দ্র দাস ও ডা. মাহমুদা হোসেন প্রমুখ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তাঁরা।
এ ছাড়া একই দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজেও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।