ছয় দিনেও রাজ্জাককে ফেরত দেয়নি মিয়ানমার
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ছয় দিনেও ফেরত দেয়নি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। বারবার আশ্বাস দিয়েও ফেরত না দিয়ে উল্টো রাজ্জাকের হাতকড়া পরা অবস্থায় ছবি প্রকাশ করেছে তারা।
বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমারের প্রতিটি অন্যায়ের বিষয়ে বেশ কয়েকবার লিখিত প্রতিবাদ জানিয়েছে বিজিবি। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলাপ চলছে।
বিজিবি জানায়, ১৭ জুন নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যাওয়ার পর বিজিপিকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল। পরদিন টেকনাফ স্থলবন্দর রেস্টহাউসে পতাকা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওপরের সম্মতি না পাওয়ার কথা বলে বিজিপি তা বাতিল করে দেয়। এর পর থেকে বারবার পতাকা বৈঠকের আহ্বান করা হলেও রাজ্জাকের বিষয়ে এখনো পতাকা বৈঠকে বসেনি প্রতিবেশী দেশটি।
গত শুক্রবার মিয়ানমারের ঢেকুবনিয়ায় ৩৭ বাংলাদেশি ফেরত বিষয়ে পতাকা বৈঠকেও নায়েক আবদুর রাজ্জাকের বিষয়টি নিয়ে আলোচনায় হয়। তখনো ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিল মিয়ানমার। কিন্তু তারা তা বাস্তবায়ন করছে না।
উল্লেখ্য, প্রতিদিনের মতো বিজিবির সদস্যরা দমদমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়ায় টহল দিচ্ছিলেন। ওই সময় একদল চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির টহল দলের ওপর গুলি চালায়। এতে বিপ্লব নামের এক সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আবদুর রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।