অ্যাটকো সভাপতি মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে ভৈরবে মানববন্ধন
বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি ও এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভৈরব ইয়ং রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে ইয়ং রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে প্রতিবাদ সভায় সাংবাদিকরা মোসাদ্দেক আলীর মতো গণমাধ্যম ব্যক্তিত্বের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। অবিলম্বে তাঁর রিমান্ড বাতিল করে মুক্তির দাবি জানান সাংবাদিকরা।
ভৈরব ইয়ং রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের সময়-এর ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সহসভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার স্টাফ রিপোর্টার শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জ ই পরশ, যুগ্ম সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম আলম, অর্থ সম্পাদক ও দৈনিক সোনালী খবর পত্রিকার ভৈরব প্রতিনিধি মো. জামাল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আরিফুল হক সুমন, দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার স্টাফ রিপোর্টার নাজির আহমেদ আল আমিন, কার্যকরী সদস্য ও দৈনিক গৃহকোণ স্টাফ রিপোর্টার মো. জামাল উদ্দিন, দৈনিক গৃহকোণ পত্রিকার বার্তা সম্পাদক এম আর রুবেল, সাপ্তাহিক নরসিংদীর কথা পত্রিকার স্টাফ রিপোর্টার মিজান পাটোয়ারী প্রমুখ।
এ ছাড়া সংগঠনটির পক্ষ থেকে সভাপতি জয়নাল আবেদীন রিটন এবং সাধারণ সম্পাদক জ ই পরশ স্বাক্ষরিত এক যৌথ বার্তায় আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর গ্রেপ্তারের নিন্দাসহ অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানানো হয়।