শোবার ঘরে মাটির নিচে গৃহবধূর লাশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/25/photo-1435203829.jpg)
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শোবার ঘরের মাটির নিচে থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত শাহানা বেগম (৩৫) ছনটিলা এলাকার জারু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই জারু মিয়া পলাতক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জারু মিয়ার প্রথম পক্ষের ছেলে জাহিদকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার জানান, মঙ্গলবার থেকে গৃহবধূ শাহানা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁকে খোঁজাখুঁজির একপর্যায়ে বুধবার সন্ধ্যার পর তাঁদের শোবার ঘরে তালা দেওয়া অবস্থা দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তালা ভেঙে বিছানার নিচে গর্তে মাটিচাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশের দাবি, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।