দুই ছাত্রীকে ধর্ষণ : মানবাধিকার কমিশনের কমিটি
রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন মো. নজরুল ইসলাম, নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী, মো. শরীফ উদ্দিন ও এম রবিউল ইসলাম।
কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এ ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন বলে জানিয়েছেন এবং আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গত শনিবার বনানী থানায় ওই দুই ছাত্রী ধর্ষণের মামলাটি করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়। আসামিরা হলেন- সাফাত আহমেদ, নাঈম আশরাফ (৩০), সাদমান সাকিফ (২৪), বিল্লাল (২৬)। অন্য একজনের নাম উল্লেখ করা হয়নি। এর মধ্যে নাঈম ও সাদমান হচ্ছেন সাফাতের বন্ধু। সাফাতের গাড়িচালক বিল্লাল।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ মার্চ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাতের জন্মদিনের দাওয়াত পেয়ে তাঁরা (দুই ছাত্রী) রাজধানীর একটি হোটেলে যান। সেখানে তাঁদের ঘরে আটকে রাখেন আসামিরা এবং তাঁরা একাধিকবার ধর্ষণের শিকার হন।