কাস্টমস আইন সংশোধন করা হবে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি
দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে বিদ্যমান কাস্টমস আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
সকালে জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রতিনিধিদল আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করতে আসে। তাঁরা বিদ্যমান কাস্টমস আইন সংশোধনের একটি প্রস্তাব তুলে ধরেন। এ প্রস্তাবের বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রতিনিধিদল বিদ্যমান কাস্টমস আইন পরিবর্তন ও সংশোধন করার জন্য বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে। তাদের প্রস্তাব নিয়ে মন্ত্রিসভা ও সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

এম এ নোমান