পিকআপ থেকে ছিটকে পড়ে শিশুশ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে মো. সজীব (১০) নামের এক শিশুশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার আন্ডারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী গ্রামের কামাল হোসেনের ছেলে। শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে ভাড়া বাসায় বসবাস করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে শিশু সজীব চন্দ্রগঞ্জ বাজারের দেওপাড়া পোলট্রি ফিডসের একটি পিকআপ ভ্যান পরিষ্কার করে ওই গাড়ির ছাদে করে বাজারে ফিরছিল। এ সময় চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের আন্ডারঘর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত সে পিকআপ থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
সজীবের বাবা রিকশাচালক কামাল হোসেন জানান, সংসারে অভাব-অনটনের কারণে তাঁর ছেলে তিন-চার মাস ধরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা পরিষ্কার করার কাজ করে। পিকআপ চালকের কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে নিহত শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।