মিনু-নাদিম-বুলবুলসহ বিএনপির ৫৫ নেতা-কর্মীর নামে অভিযোগপত্র
অবরোধের সময় রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মারার ঘটনায় করা মামলায় বিএনপি নেতাকর্মীদের নামে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা কমিটির সভাপতি নাদিম মোস্তফা, সদ্য সাময়িক বরখাস্ত হওয়া রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৫৫ জনকে আসামি করা হয়েছে।
গত ৩১ মে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশিকুর রহমান আদালতে অভিযোগপত্রটি জমা দেন। আজ সোমবার অভিযোগটি আদালতে উপস্থাপন করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশিকুর রহমান জানান, গত ২০ জানুয়ারি শিশির পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে পুলিশের নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে আসে। বাসটি রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে এসে পৌঁছানোর পর আর পুলিশের নিরাপত্তা ছিল না। পরে পুলিশি নিরাপত্তা ছাড়াই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি নগরীর ভদ্রা এলাকায় রেশম ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বাসের সামনের বিভিন্ন অংশের কাচ ভাঙতে শুরু করলে চালক গতি থামিয়ে দেন। তখনই দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এ সময় ওই বাসের বাঁ পাশের সিটে বসা যাত্রী আম্বিয়া বেগম পেট্রলবোমাটি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর দুই হাত পুড়ে যায়, ঝলসে যায় মুখমণ্ডল। দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে গেলে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে দগ্ধ আম্বিয়া বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই দিন পুলিশ বাদী হয়ে ৩৭ জন বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে। মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত শেষে বিএনপির ৫৫ জন নেতাকর্মীদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।