চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার জন্য কঠোর নিরাপত্তা
দক্ষিণ আফ্রিকার সঙ্গে স্বাগতিক বাংলাদেশের দুটি ক্রিকেট ম্যাচকে সামনে রেখে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম ও পাঁচতারকা হোটেল রেডিসনে নিরাপত্তাব্যাবস্থা নিয়ে মহড়া দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় খেলোয়াড়দের হোটেলে আনা-নেওয়া, স্টেডিয়ামে পৌঁছে দেওয়া, আবাসনব্যবস্থাসহ নানা দিক নিয়ে নিরাপত্তা মহড়ায় অংশ নেন সিএমপির সদস্যরা। চট্টগ্রামে আধুনিক সুযোগ-সুবিধার আন্তর্জাতিক মানের হোটেল র্যাডিসনে প্রথমবারের মতো থাকবেন দুই দেশের খেলোয়াড়রা।
আগামী ১৩ জুলাই চট্টগ্রাম আসবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রকা দল। ১৫ জুলাই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেট ম্যাচ ও ২১ জুলাই থেকে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি টেস্ট ম্যাচ।
কঠোর নিরাপত্তারব্যবস্থার কথা উল্লেখ করে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ‘খেলা ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’