বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি, দুজন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/21/photo-1500627553.jpg)
বগুড়ার শেরপুর উপজেলার ধনকুণ্ডি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, দুপুরে ধনকুণ্ডি এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত যাত্রীদের উদ্ধার করেন।