‘সুসংবাদসহ শিগগিরই ঢাকায় আসছেন মোদি’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/13/photo-1423828819.jpg)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিগগিরই ঢাকা সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব। তাঁর বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী আজ সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এ কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ আবদুল মালেক বাসসকে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কল্যাণ কামনা করে বলেন, তিনি শিগগিরই সুসংবাদসহ ঢাকা সফর করবেন।’
তবে সুসংবাদটি কী সে বিষয়ে আবদুল মালেক কিছু বলেননি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে নরেন্দ্র মোদি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলনের ঘোষণার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে জানান, এ লক্ষ্যে তিনি তাঁর পররাষ্ট্রসচিবকে সার্ক সদস্য দেশগুলোতে সফরে পাঠাবেন।’
নরেন্দ্র মোদি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। অন্যান্য সার্ক নেতাদের সঙ্গেও তিনি এ ব্যাপারে শুভেচ্ছা বিনিময় করেছেন বলে প্রধানমন্ত্রীকে জানান মোদি।