কলেজ পরিদর্শকের ঘুষি, নাক ফাটল শিক্ষাবোর্ড নেতার
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের কক্ষে শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতির নাক ফাটালেন উপকলেজ পরিদর্শক। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় উপকলেজ পরিদর্শক নুরুজ্জামান মুক্তা ও কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ কামাল উদ্দিনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন সংক্রান্ত ফাইল নিয়ে সোমবার দুপুরে সচিবের কক্ষে যান উপকলেজ পরিদর্শক নুরুজ্জামান মুক্তা। ওই ফাইলে কিছু জটিলতা থাকায় সচিব তা স্বাক্ষরে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে সচিব আবুল কালাম আজাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন নুরুজ্জামান মুক্তা। সচিবের কক্ষে আগে থেকে বসে থাকা কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ কামাল উদ্দিন এ ঘটনার প্রতিবাদ করলে মুক্তা তাঁর ওপর চড়াও হন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কামাল উদ্দিনের নাকে ঘুষি মারেন তিনি।
কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ কামাল উদ্দিন জানান, সচিবের সঙ্গে অকারণে বাগবিতণ্ডায় জড়ান উপকলেজ পরিদর্শক নুরুজ্জামান মুক্তা। তিনি তাঁকে (মুক্তা) থামানোর চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর (কামাল উদ্দিন) ওপর হামলা চালানো হয়।
এ ব্যাপারে উপকলেজ পরিদর্শক নুরুজ্জামান মুক্তা জানান, তিনি (মুক্তা) সচিবের সঙ্গে কথা বলার সময় কামাল উদ্দিন সচিবকে ‘মিসগাইড’ করছিলেন। তাঁকে থামানোর সময় হাতাহাতির ঘটনা ঘটে।
নিজের উপস্থিতিতে তাঁর কক্ষে হাতাহাতির এ ঘটনা ঘটলেও কিছুই জানেন না বলে দাবি করেছেন শিক্ষা বোর্ড সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আমি কিছু জানি না। চেয়ারম্যান সব বলতে পারবেন।’
এ ব্যাপারে জানতে শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সচিবের কক্ষে কর্মকর্তাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। মঙ্গলবার অফিসে বসে বিষয়টির সমাধান করা হবে।

শ. ম সাজু, রাজশাহী