হত্যাচেষ্টা মামলায় নাছির, নিজাম বেকসুর খালাস
চট্টগ্রামে একটি হত্যাচেষ্টার মামলায় মেয়র আ জ ম নাছির উদ্দীন, ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ১৮ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল হুদা।
১৯৯৩ সালের ২৪ জুন চট্টগ্রামের লালদীঘি ময়দানে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় তখনকার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সুফিয়ান সিদ্দিকী তাঁকে হত্যাচেষ্টার অভিযোগ এনে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এতে তৎকালীন ছাত্রনেতা আ জ ম নাছির উদ্দীন, নিজাম উদ্দিন হাজারীসহ ১৮ জনকে আসামি করা হয়।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী। রায় দেওয়ার সময় ১৮ জনের মধ্যে ১৫ আসামি উপস্থিত ছিলেন। তবে মামলার বাদীকে আদালত চত্বরে দেখা যায়নি। খালাস পেয়ে মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ছিল বলে মন্তব্য করেন প্রধান অভিযুক্ত আ জ ম নাছির উদ্দীন।