এক মাসে সর্বোচ্চ মামলা নিষ্পত্তিকারী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম
মুন্সীগঞ্জে এক মাসে সর্বোচ্চ ১০৪ মামলা নিষ্পত্তি করে শুভেচ্ছা স্মারক পেলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম। আজ রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের খাসকামরায় তাঁকে শুভেচ্ছা স্মারক তুলে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
জানা গেছে, এই প্রথম মুন্সীগঞ্জে আদালতে গত ডিসেম্বর মাসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারাধীন ১০৪ মামলা নিষ্পত্তি করেন মো. শহিদুল ইসলাম। এর মধ্যে ৫৩ মামলায় খালাস দেওয়া হয়, ১০ মামলায় সাজা দেওয়া হয় এবং অন্যান্য কারণে ৪১ মামলাসহ মোট ১০৪ মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছেন এই বিচারক।
এ জন্য আদালতের বিচারকদের সিদ্ধান্তে মো. শহিদুল ইসলামকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাছিম বিল্যাহ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক জুলফিকার হোসাইন রনি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মানিক দাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মুহসিনা হোসেন তুষি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান প্রমুখ।
এ ব্যপারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বেঞ্চ সহকারী জীবন সরকার জানান, প্রথম বারের মতো মুন্সীগঞ্জে আদালতে এক মাসে সর্বোচ্চ ১০৪ মামলা নিষ্পত্তি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম। তাই গাজী দেলোয়ার হোসেনকে অভিনন্দন জানিয়ে শহিদুল ইসলামকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।