ক্যান্টিনের খাবার খেয়ে ৬০ শ্রমিক অসুস্থ
মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত প্রিমিয়ার সিমেন্ট কারখানার ক্যান্টিনের খাবার খেয়ে গতকাল মঙ্গলবার রাতে অন্তত ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁদের সবাইকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আজ দুপুর পর্যন্ত আবুল কালাম আজাদ, কালু মিজি, মোস্তফা শেখ, আবু বক্কর, আশরাফুল, লোকমান হোসেন, ওমর ফারুক, মোকছেদুল, সামছুল হক, হজরত আলী, অমল, নূর হোসেন, আশরাফুল, ইসমাইল, রহিম, সুমন, রবিউল, আসাদুল, নুরুজ্জামান, রুস্তম আলী এবং প্রকৌশলী ও কর্মকর্তাসহ ৩০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
অসুস্থ শ্রমিকরা জানান, প্রিমিয়ার সিমেন্ট কারখানার অভ্যন্তরে থাকা জামাল হুজুরের ক্যান্টিনে প্রতিদিনের মতো গতকাল রাতেও প্রায় ৪০০ শ্রমিক খাবার খায়। মধ্য রাতের পর শ্রমিকরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একের পর এক অসুস্থ হতে থাকে। ভেজাল খাবারের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, অস্বাস্থ্যকর খাবার খাওয়ায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৬০ শ্রমিক ভর্তি হয়। তাদের স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে ৩০ শ্রমিক বাড়ি ফিরে গেছেন।