সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানা, তিন লাখ টাকা জরিমানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/29/photo-1438183044.jpg)
পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের ঘোষপাড়ায় আজ বুধবার দুপুরে ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে ভেজাল দুধ তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল দুধের কারখানার মালিক নাজমা খাতুনকে (৪০) তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নাজমা সোনাতলা ঘোষপাড়া গ্রামের ছবুরের স্ত্রী।
অভিযানে অংশ নেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন।
অভিযান চালানোর খবর পেয়ে বাড়ির পুরুষ সদস্যরা পালিয়ে যায়।