সাতক্ষীরায় মানবপাচার রোধে মানববন্ধন

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ‘বিশ্ব ব্লু হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সিডব্লিউসিএসের (সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ) নেতৃত্বে কয়েকটি বেসরকারি সংস্থা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বহু নারী প্রতারণার শিকার হয়ে প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে। তাদের ভালো কাজ অথবা চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে। পরে তাদের ব্যবহার করা হচ্ছে অনৈতিক কাজে। দেশ ও জাতির জন্য এসব ঘটনা কলঙ্কজনক।
মানবপাচারের বিরুদ্ধে প্রতিরোধ প্রাচীর গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, শুধু গত ছয় মাসে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৫ জন নারীকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার আনোয়ার সাঈদ, প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মো. নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, তাহমিনা খাতুন, ফজলুর রহমান, মিজানুর রহমান, রুহুল আমিন প্রমুখ।