করিমগঞ্জে কার্বন কারখানার প্রতিবাদে সমাবেশ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্বন কারখানা নির্মাণ বন্ধের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ শনিবার বেলা ১১টায় বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী-পুরুষ-শিশু এ সমাবেশ ও মিছিলে অংশ নেয়। ‘পরিবেশ-প্রতিবেশ সামাজিক আন্দোলন’ নামে স্থানীয় একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
করিমগঞ্জ পৌর এলাকার আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে কার্বন কারখানার ক্ষতিকর দিক নিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশে যোগ দেয় বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ। এ সময় তারা ‘শিল্প-কারখানা চাই, তবে পরিবেশের ক্ষতি করে না’ -এ ধরনের স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা বলেন, আয়লা গ্রামে লোকালয়ে কৃষিজমির ওপর জে সি চারকল ইন্ডাস্ট্রিজ নামে একটি চারকল ও কার্বন পাউডারের কারখানা নির্মাণের উদ্যোগ নেন এরশাদ উদ্দিন নামে এক ব্যবসায়ী। এটি হলে কারখানার নির্গত কার্বন ও বর্জ্যে আক্রান্ত হবে আয়লাসহ আশপাশের পাঁচটি গ্রামের কৃষিজীবী মানুষ, ফসলি জমি, পরিবেশ-প্রতিবেশ ও প্রকৃতি।
বিপজ্জনক এ কারখানার কাজ বন্ধ রাখার দাবি জানিয়ে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি তৈরি হলে সবজি এলাকা হিসেবে খ্যাত এলাকার আর্থ-সামাজিক জীবন-জীবিকা ব্যাহত হবে।
স্থানীয় কৃষক আবদুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কবি ও শিল্পী কফিল আহমেদ, কবি শ্মশান ঠাকুর, শরিফ উদ্দিন মোজাহিদ, পৌর কাউন্সিলর ওসমান গনি, হাবিবুর রহমান বিপ্লব, আবু সুফিয়ান, মিজানুর রহমান ও রিয়াজুল ইসলাম। সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে গত ২৩ জুলাই একই দাবিতে এলাকার কয়েকশ নারী-পুরুষ উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করে। পরে মৌন মিছিল নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে এ কারখানা বন্ধের দাবি জানানো হয়।
বক্তাদের অভিযোগ, এ বিষয়ে আজও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ