নাসিরনগরের ঘটনায় এক বছরেও হয়নি অভিযোগপত্র
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় এক বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।
গত বছরের ৩০ অক্টোবর নাগিরনগরে এ হামলা, ভাঙচূর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পুলিশ জানায়, ওই হামলা ও ভাঙচূরের ঘটনায় হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমা আঁখিসহ ১২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় আটটি মামলা হয়। এখনো এসব মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, ওই ঘটনার মূল আসামি গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত শেষে শিগগির অভিযোগপত্র আদালতে দেওয়া হবে।
গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগরে হরিপুর গ্রামের রসরাজ নামের এক ব্যক্তির ফেসবুক পাতা থেকে পবিত্র কাবা শরিফের বিকৃত ছবি পোস্ট করা হয়। পরে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। এর পর গত বছরের ৩, ৪ ও ১৩ নভেম্বর ধারাবাহিকভাবে সেখানকার হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ অগ্নিসংযোগের ঘটনায় পাঁচটি, ভাঙচূরের ঘটনায় দুটিসহ সব মিলিয়ে মোট আটটি মামলা হয়।