খুলনা সিটিতে ৬৮ হাজার শিশু পাচ্ছে কৃমিনাশক ট্যাবলেট
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/03/photo-1438544525.jpg)
খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে আজ রোববার নগরীতে মাসব্যাপী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে।
সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান সকাল ৯টায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চলতি আগস্ট মাসব্যাপী এ কার্যক্রমের আওতায় নগরীর ২৪ থেকে ৫৯ মাস বয়সী ৬৮ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র মনিরুজ্জামান বলেন, ‘কৃমি শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কৃমির প্রভাবে শিশুদের রক্তশূন্যতা ও মেধাশূন্যতা দেখা দেয়।’ তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে কৃমির প্রকোপ বাড়ে এবং শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।’ এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র। একই সঙ্গে মাসব্যাপী এ কার্যক্রমের সুফল থেকে কোনো শিশু যেন বাদ না পড়ে, তা যথাযথভাবে তদারকি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্যানেল মেয়র রুমা খাতুন ও খুলনা সিটির স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম আবদুল্লাহ, কাউন্সিলর মো. শমসের আলী মিন্টু, কে এম হুমায়ুন কবীর, মো. হাফিজুর রহমান মনি, মো. সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া ফারুক, মনিরা আক্তার, বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) মো. ইসহাক আলী, বিভাগীয় ইউনিসেফ প্রতিনিধি শফিক শারমীন প্রমুখ।