বিলে ডুবে রাবি ছাত্রের মৃত্যু
 
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌ-দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি পাবনা জেলায়।
এ সময় বৈশাখী ও রিপন হোসেন নামের আরো দুই শিক্ষার্থী আহত হন। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু সামা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনটিভি অনলাইনকে জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দুপুরে হালতি বিলে নৌকা ভ্রমণে যান।
নৌকার ছইয়ের ওপর বসে থাকা তিনজন বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে নিচে পড়ে যান। তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

 
                   হালিম খান, নাটোর
                                                  হালিম খান, নাটোর
               
 
 
 
