বটিয়াঘাটার ওসির বিরুদ্ধে মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/04/photo-1438691978.jpg)
খুলনার বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত আনসার সদস্য মো. বাবুল হাওলাদার বাদী হয়ে আজ মঙ্গলবার খুলনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালত ২-এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করতে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন।
হত্যা মামলার তদন্তে গিয়ে ওসি বাদীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে মামলায় উল্লেখ করেছেন।
আসামিপক্ষের আইনজীবী আলী ইমরান হোসেন লিটন মামলার বরাত দিয়ে জানান, গত ১৫ জুলাই সকাল সাড়ে ১০টায় ওসি মো. মনিরুজ্জামান মোল্লা লবণচরা এলাকায় নিহত যুবক সোহাগ হত্যা মামলার তদন্তে শান্তিনগর গ্রামে যায়। এ সময় উপস্থিত লোকজনের সামনে নিহত সোহাগের বাবা এবং পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘সোহাগ হত্যার সঙ্গে যেন নিরীহ কেউ না জড়ায়, প্রকৃত হত্যাকারীরা যেন শাস্তি পায়।’
এ কথা শুনে ওসি মনিরুজ্জামান মোল্লা কথা বলার অপরাধে লোকজনের সামনেই বাবুল হাওলাদারকে মারধর করেন এবং তাঁকে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় বাদী চরমভাবে অপমানিত হন এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ফলে ক্ষুব্ধ হয়ে তিনি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ওসি মনিরুজ্জামান মোল্লার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, আদালত যে সিদ্ধান্ত দিবে, সেটি তারা দেখবেন।