চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজিরও বেশি হেরোইন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া চার কেজি ১০০ গ্রাম হেরোইনসহ পুলিশ সদস্যরা। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর সীমান্ত এলাকা থেকে চার কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, হাকিমপুর সীমান্তের পদ্মা নদীর পশ্চিম পাড় এলাকায় হেরোইন কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি করে হেরোইন উদ্ধার করেন তাঁরা।
এ ঘটনায় আজ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দুজনকে আসামি করে মামলা করা হয়েছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ