অটোশ্রমিকরা বিপর্যস্ত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সংশ্লিষ্ট শ্রমিকরা। এ সময় কাজ না থাকায় পরিবার-পরিজন নিয়ে বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন তাঁরা।
আজ বন্দরনগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা থেকে বাস-ট্রাকে করে মিছিল নিয়ে চালক ও মালিকরা জমায়েত হন। সমাবেশ থেকে বিভিন্ন সেতুতে অতিরিক্ত টোল আদায়সহ চাঁদাবাজি বন্ধেরও দাবি জানানো হয়।
শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক আবদুল গফুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, বিভাগীয় সভাপতি হাজি রুহুল আমিন ও সমন্বয় পরিষদের সদস্য সচিব হারুনুর রশিদ।
বক্তারা অভিযোগ করেন, বিকল্প ব্যবস্থা না করে মহাসড়কে অটোরিকশা, টেম্পো ও থ্রি-হুইলার চলাচল বন্ধ করে দেওয়ায় জেলার ২৫ হাজার যানের ওপর নির্ভরশীল লক্ষাধিক মানুষ মানবেতর অবস্থায় পড়েছেন। পরিস্থিতি বিবেচনা করে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।