ধ্বংস করা হলো ফেনসিডিল ও নেশার ইনজেকশন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/13/photo-1439472251.jpg)
চাঁপাইনবাবগঞ্জে গতকাল বুধবার বিকেলে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশন বুলডোজারের মাধ্যমে ধ্বংস করা হয়। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে জব্দ হওয়া বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশন ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে শহরের কোর্ট এলাকায় এসব ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকগুলোর মধ্যে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের হাতে আটক হওয়া আট হাজার ৫৬৫ বোতল ফেনসিডিল ও ৪৯৫টি নেশাজাতীয় ইনজেকশন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচারি হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম ও হাকিম শামসুজ্জামান।
আদালতের একটি সূত্র জানিয়েছে, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থার দায়ের করা মামলার এই মাদকগুলো ধ্বংস করা হয়।