আদালতের রায়ে কিছুটা হতাশ হয়েছি : সেতুমন্ত্রী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন স্থগিত হওয়ায় হতাশ হয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী ছিলাম। বরং আদালতের রায়ে আমরা কিছুটা হতাশ হয়েছি।’
আজ বৃহস্পতিবার নোয়াখালীতে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রিট করেছে বিএনপির লোক, দোষ হয়েছে আওয়ামী লীগের।’
ওবায়দুল কাদের বলেন, ‘তাঁরা (বিএনপি) নিজেরাই নিজেদের সাথে প্রতিযোগিতা করছে কে বেশি সরকারবিরোধী কথা বলতে পারে। সরকার বিরোধী কথা বেশি বেশি যে বলে এবং যত নোংরা ভাষায় বলতে পারে হাইকমান্ডের কাছে তার তত কদর।’
ওবায়দুল কাদের বলেন, ‘নোংরা ভাষায় কথা বলা লোককেই বিএনপির হাইকমান্ড বেশি পছন্দ করে। সে নোংরা ভাষা হলো সরকারের বিরুদ্ধে।’
একটি রিটের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুলও জারি করা হয়েছে।
রাজধানীর সদ্যবিলুপ্ত ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এই রিট করেছিলেন। রিটে নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই নিজেদের প্রার্থী চূড়ান্ত করে। আওয়ামী লীগের প্রার্থী হন আতিকুল ইসলাম এবং বিএনপির প্রার্থী হন তাবিথ আউয়াল।
গত ৩০ নভেম্বর আনিসুল হক মারা গেলে মেয়রের পদটি শূন্য হয়। আওয়ামী লীগের সমর্থন নিয়ে ২০১৫ সালে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে জয়ী হন আনিসুল হক।