লঞ্চের বহর নিয়ে আতশবাজি ফুটিয়ে বরিশাল বিএনপির যাত্রা
তারেক রহমানকে স্বাগত জানাতে বরিশাল থেকে লঞ্চের বহর নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে বিএনপির নেতাকর্মীরা।
আতশবাজি ফুটিয়ে, ঢোল বাজিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে বরিশাল থেকে লঞ্চের বহর নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার রাত সাড়ে ৯টার পর একে একে ঘাট ত্যাগ করতে থাকে নেতাকর্মীতে বোঝাই লঞ্চগুলো।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জানান, কেবল মহানগর বিএনপির পক্ষ থেকেই পাঁচটি লঞ্চ বোঝাই হয়ে ঢাকায় যাচ্ছে নেতাকর্মীরা। পুরো জেলা থেকে যাচ্ছে ১৫টির বেশি লঞ্চ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ বলেন, বরিশাল থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো কাঁচপুর থেকে ঢুকে সরাসরি কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাবে। সেখান থেকে মিছিল করে নেতাকর্মীরা যাবে জনসভাস্থলে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেন, সমাবেশ শেষে লঞ্চে করেই আবার বরিশালে ফিরবে সবাই। তাদের থাকা-খাওয়ার সব ব্যবস্থা লঞ্চেই করা হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল