চট্টগ্রামে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে হত্যা মামলার আসামি যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার রাতে উপজেলার ছনখোলা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চারটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাহাফুজুল হক এউচিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। আজ মঙ্গলবার সকালে তাঁকে বন্দরনগরীর দামপাড়া সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সিআইডির পরিদর্শক ওবাইদুল হক জানান, মাহাফুজুল হক মেম্বার আনোয়ারা বেগম হত্যা মামলার আসামি। তাঁকে আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী ব্যাগে মোড়ানো অবস্থায় একটি এ কে-২২, দুটি এ কে-২২ ম্যাগাজিন, ছয়টি ২২ বোরের গুলি, তিনটি এলজি, তিনটি এলজির গুলি, সাতটি বন্দুকের কার্তুজ ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গত ৮ জানুয়ারি সাতকানিয়ায় বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আনোয়ারা বেগম। যে বাসায় তিনি গুলিবিদ্ধ হন, সেটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাফেজ আহমেদের। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় হাফেজ বাদী হয়ে মামলা করেন।